ড্রাগন বাগানে বিন্দু সেঁচ প্রযুক্তি

বর্তমান সময়ে একটি আলোচিত ফসল হচ্ছে ড্রাগন ফল। এটি দক্ষিন আমেরিকার জঙ্গলে জন্ম নেয়া লতানো এক ধরনের ক্যাকটাস গাছের ফল। বাংলাদেশ এর প্রায় অঞ্চলেই এখন পিলার ও সারিবদ্ধভাবে এই ফল চাষ করা হয়। সারিবদ্ধ ড্রাগন বাগানে বিন্দু সেঁচ এ খরচ খুবই কম। পানি অপচয় রোধ করে এই পদ্ধতিতে খুব সহজেই ইরিগেশন দেয়া যায়।

YouTube player

প্রজেক্টঃ চল্লিশ শতাংশ জমিতে ইন-লাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম।
প্রজেক্ট লোকেশনঃ পুবাইল, টুঙ্গি, গাজীপুর।

প্রজেক্ট ডিটেইলসঃ এই প্রজেক্ট টি প্রায় চল্লিশ শতাংশ জায়গা জুড়ে। এখানে সারি পদ্ধতিতে ড্রাগন চারা রোপণ করা হয়েছে। একটি চারা থেকে অন্য একটি চারার দূরুত্ব প্রায় ২০ সে: মি:। এবং একটি সারি থেকে অপর সারির দুরুত্ব আট ফিট। বিশ ফুট উচ্চতার ট্যাংক এর সাহায্যে এই ড্রাগন বাগানে বিন্দু সেঁচ প্রযুক্তি ব্যাবহার করে পানি দেয়া হয়।

সারি পদ্ধতি ও পিলার পদ্ধতি দুই পদ্ধতিতেই বাংলাদেশে ড্রাগন ফল চাষ করা হয়। তবে ড্রাগন ফল চাষের জন্য ইরিগেশন নিয়ে সচেতন থাকতে হবে। কারন সেঁচ দেয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। ম্যানুয়াল ভাবে সেঁচ দিতে গিয়ে প্রায়ই এই ভুলটি করে থাকেন কৃষক ভাইরা। ফলে গাছের গোড়া পঁচে যায়। ড্রাগন বাগানে আধুনিক সেঁচ প্রযুক্তি / ইন লাইন ড্রিপ ইরিগেশন খুবি কার্যকরী।

পানির উৎসঃ
কার্জ বিবরনঃ
১. পানিতে থাকা সাধারন ময়লা পরিস্কার করার জন্য প্রথমে আমরা মেইন লাইনে একটি দুই ইঞ্চি স্ক্রিন ফিল্টার ব্যাবহার করি।
২. জমির মধ্যে থাকা মেইন লাইনে ১৬ মিমি ডায়ার ছিদ্র করি। এবং ওয়াসার এর মাধ্যমে বাইপাস কানেক্টর সংযোগ করি।
৩. প্রতিটি সারির জন্য একটি করে ইন-লাইন ড্রিপ টেপ বিছিয়ে দেই।
৪. প্রতিটি সারিই চালু ও বন্ধ করার জন্য সারির শুরুতেই ড্রিপ ভাল্বব সেট করে দেই।
৫. প্রতিটি সারির শেষ অংশ বন্ধ করে দিয়ে। আমরা ইন-লাইন ড্রিপ ইরিগেশন এর কাজ শেষ করি।

কার্যকারিতাঃ
পানি বাচে ৬৫%
পানি সাশ্রয় হয় ৭০%
সময় বাচে ৮০%
গাছ বাচে ১০০%
ফলন বাড়ে ২০%

মন্তব্যঃ কমার্শিয়াল এই বাগান গুলোতে পানি দেয়ার জন্য আধুনিক এই পদ্ধতি ব্যাবহার করে আরো বেশি লাভবান হওয়া সম্ভব।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00