ডেইরি ফার্মে তাপমাত্রা নিয়ন্ত্রণ

আচ্ছালামুয়ালাইকুম,
ডেইরি ফার্মে তাপমাতাত্রা গরু সহ্য করতে পারেনা। তাই ডেইরি ফার্মে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কমিয়ে রাখতে হয়। তাপমাত্রা নিয়ন্ত্রন এর জন্য ফগিং ইরিগেশন ও স্প্রিংকলার ইরিগেশন সেটাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল

প্রজেক্ট লোকেশনঃ উদালিয়া গ্রাম, হাটহাজারী থানা, চট্টগ্রাম।

YouTube player

ফগিং ইরিগেশন এর মাধ্যমে ফগার নজেল থেকে কুয়াশার মত পানি বের হয়। একটি ফগার নজলে চারদিকে প্রায় ৫ স্কয়ার ফিট এরিয়া কাভার করতে পারে। এই ফগার গুলোর মাধ্যমে স্প্রে করে ৪-৫ মিনিটের মধ্যে একটি রুমের তাপমাত্রা প্রায় ২-৩° কমিয়ে আনা সম্ভব। এই সিস্টেমটি গরুর সেড, পোল্ট্রি সেড, মাশরুম সেড এর জন্য খুবই কার্যকরী।

DRIP IRRIGATION BD LTD. এর টিম দেশের যেকোন প্রান্তে আমাদের সয়ংক্রিয় ও আধুনিক সেঁচের প্রোডাক্ট ও সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। এরই ফলশ্রুতিতে যাতায়াত ব্যবস্থাকে তোয়াক্কা না করে আমরা উদালিয়া গ্রামের ঐ ডেইরি শেডের ভিতরে ফগিং ইরিগেশন এবং শেডের উপরে স্প্রিংকলার ইরিগেশন সেট করার পরিকল্পনা নিয়ে সকল ইম্পোর্টেড ও লোকাল প্রোডাক্ট নিয়ে ওনার শেডে উপস্থিত হই এবং কাজ শুরু করে দেই।

এখানে পুরো সিস্টেমটি শুধুমাত্র ট্যাংকের প্রেসার এই কাজ করে। ভাল্ব অন / অফ করার মধ্যমে এটি পরিচালনা করা যায়।

কার্য বিবরনঃ
১) প্রথমে আমরা ট্যাংক থেকে আসা লাইন থেকে টি-কানেক্টর এর সাহায্যে ফগার ও স্প্রিংকলার এর জন্য মেইন লাইন করে নেই।
২) ফগার এর মেইন লাইন ড্রিল মেশিন এর সাহায্যে ছিদ্র করে ১৬ মিলিমিটার টিউব সংযোগ করি।
৩) পাঞ্চটুল এর সাহায্যে ১৬ মিলিমিটার টিউব ছিদ্র করে ফগার নজেল সেট করে দেই।
৪) পাইপের শেষ প্রান্ত হেড লকের সাহায্যে বন্ধ করে দেই।
৫) স্প্রিংলার এর জন্য আমরা ৩/৪ সাইজের পাইপে টি-কানেক্টর এর সাহায্যে স্প্রিংক্লার গুলো সেট করে কাজ শেষ করি।

মন্তব্যঃ এখানে এই আধুনিক সিস্টেম ব্যাবহার এর মাধ্যমে খুব সহজেই সেড এর তাপমাত্রা কমিয়ে আনা যাবে। স্প্রিনক্লার ইরিগেশন এর মাধ্যমে সেড এর টিন ঠান্ডা রাখা যাবে। মাশরুম সেড অথবা পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্মে তাপমাত্রা নিয়ন্ত্রণ এর জন্য আধুনিক পদ্ধতি খুবই কার্যকরী।

ফগিং ইরিগেশন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ

ঢাকা অফিসঃ ৬৪/৪ মেইনরোড, কল্যানপুর,মিরপুর।
মোবাইলঃ 01919751845 (whatsapp available)

চট্টগ্রাম অফিসঃ ২০২ নং বাড়ি,মেয়র গলি ২নং ঘেট,ষোলশহর।
মোবাইলঃ 01919751842 (whatsapp available)
ধন্যবাদ।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00