টাংগাইলে ড্রাগন বাগানে ইরিগেশন সিস্টেম

আসসালামু আলাইকুম,
টাংগাইল জেলার সখিপুর থানা, হাতিবান্ধা ইউনিয়ন এ প্রায় ৩.৫ একর পরিমান জমিতে করা হয়েছে বিশাল একটি ড্রাগন বাগান। যার প্রতিটি পিলার দুই পাশে ১০ ফিট পর পর স্থাপন করা হয়ছে। এবং প্রতিটি পিলার ঘিরে রোপন করা হয়েছে ৫টি করে ড্রাগন চারা। এই বিশাল ড্রাগন বাগান থেকে ড্রাগন ফল বিক্রি করার পাশাপাশি কাটিং চারা উতপাদন করে আর্থিক ভাবে লাভবান হওয়া সম্ভব। নিম্নে টাংগাইলে ড্রাগন বাগানে ইরিগেশন সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

বিশাল এই ড্রাগন বাগান কমার্শিয়াল ভাবে যেমনি লাভজনক তেমনি এর রক্ষনাবেক্ষন অনেকটা জটিল।
বিশেষ করে লাল মাটি ও পাহাড়ি এলাকায় পানি ব্যাবহার করা নিয়ে নানান সমস্যার সম্মুখীন হন আমাদের কৃষক ভাইরা।
ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ এর মাধ্যমে সহজ ভাবে প্রতিটি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমান পানি পৌছানো সম্ভব। এজন্য টাংগাইলে ড্রাগন বাগানে ইরিগেশন সিস্টেম চালু করার সিদ্ধান্ত ন্যায় তারা।
কাজের বিবরনঃ
*মেইন লাইনঃ যেহেতু বগানা এর আয়তন অনেক বেশি ছিল তাই প্রতিটি গাছে পানি পৌছানোর জন্য আমাদের মেইন লাইন করার প্রয়োজন হয়েছে। আমরা সুবিধা অনুযায়ী বাগানটিকে ৩টি সেকশন এ বিভক্ত করে নিয়েছি এবং ১.৫” কয়েল পাইপ দ্বারা মেইন লাইন এর কাজ সমন্ন করেছি।

YouTube player


*মেইন লাইন থেকে ১৬ মি.মি. ডায়া ছিদ্র করে বাইপাস কানেক্টর ব্যাবহার এর মাধ্যমে প্রিতিটি সারির জন্য একটি করে ১৬ মি.মি. লতা পাইপ ব্যাবহার করি।
*প্রতিটি লতা পাইপ এর শেষ প্রান্তে হেড লক এর সাহায্যে পাইপ বন্ধ করে দেই।
*১৬ মি.মি. পাইপ থেকে বাইপাস করে ফিডার লাইন এর সাহায্যে প্রতিটি পিলার এর জন্য একটি করে ড্রিপার সেট করা হয়েছে।


উপরক্ত কাজ গুলো সম্পাদনের মাধ্যমে আমরা টাংগাইলে ড্রাগন বাগানে ইরিগেশন সিস্টেম সেটাপ কাজ শেষ করি।

মন্তব্যঃ ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ করার ফলে ভাল্ব অন করে খুব সহজেই প্রতিটি পিলারে পানি দেয়া সম্ভব হয়েছে। ম্যানুয়াল ভাবে পাইপ টেনে টেনে পানি দিতে গেলে পানির অপচয়, পর্যাপ্ত পরিমান পানি না পাওয়া, ড্রাগন চারা নষ্ট হওয়া ছাড়াও নানান সমস্যার সম্মুখীন হতো মালিক পক্ষ। যেহেতু পানি অপচয় রোধ করে, গাছ বাচার নিশ্চয়তা ১০০℅ সেহেতু এরকম বড় বাগানে ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ করা উত্তম।

নিয়মিত গাছে পরিমান মত পানি দিতে ব্যাবহার করুন ড্রিপ ইরিগেশন সিস্টেম।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.dripirrigation.com.bd
অথবা যোগাযোগ করুনঃ
০১৯১৯৭৫১৮৪৫
০১৯১৯৭৫১৮৪২

ধন্যবাদ
প্রকৌশলী শাহারিয়া

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00