সৌখিন মানুষ ছাদে বসে সুন্দর মহূর্ত কাটানোর জন্য। আর এই ছাদ যদি থাকে গাছে পরিপূর্ণ তাহলে যেমন ছাদের পরিবেশ ঠান্ডা থাকে তেমনে ছাদে বসে সুন্দর পরিবেশ উপভোগ করা যায়।
ছাদ বাগানে কেনো ড্রিপ ইরিগেশন ব্যবহার করবো: আমরা জানি গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু। যা প্রতি নিয়তো আমাদের অক্সিজেন দিয়ে বাচিয়ে রেখেছে। আর এই গাছ বাঁচানো আমাদের একটি দাইত্বের মধ্যে পড়ে। ছাদে আমরা যারা গাছ লাগাই। সচরাচর গুল্ম জাতীয় উদ্ভিদ বেশি লাগাই। কারন বেশি বড় গাছ ছাদে লাগানো সম্ভব হয় না।
আর ছাদে আমরা একসাথে অনেক গাছ লাগানোর ফলে সঠিক ভাবে গাছের গোড়ায় পানি নিশ্চিত করতে পারি না। এতে গাছের বৃদ্ধি ও কমে এবং গাছ খুব দ্রুত পানির অভাবে মারা যায়। তাই আমরা যারা গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য চিন্তিত তাদের জন্য একটা সহজ সমাধান হচ্ছে এই ড্রিপ ইরিগেশন সিস্টেম। যা আপনি আপনার যেকোনো গাছের গোড়ায় পানি নিশ্চিত করতে ব্যবহার করতে পারবেন। সুধু ছাদ বাগান নয় প্রতিটি ক্ষেত্রে আমাদের এই ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করতে পারবেন। টবের গাছে পানি দিতে ব্যবহার করছি ড্রিপার যা প্রতি গাছের জন্য একটি করে ব্যবহার করা হয়। যা ১৬ মিলি পাইপ এর সাথে ৪মিলি কানেক্টর ও ৪মিলি পাইপের সাথে যুক্ত হয়ে থাকে। এবং একটি ড্রিপার ৪মিলি স্টেন্ড এর সাথে থাকে যা ড্রিপারকে মাটি থেকে ২-৩ ইন্চি উচুতে রাখতে সাহায্য করে। এবং এটি উন্নতমানের প্লাস্টিকের তৈরি হওয়ায় টিকে থাকতে পারে বছরের পর বছর।
ড্রিপ ইরিগেশন এর উপকারিতা: সকল গাছের জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি একই সাথে সকল গাছের গোড়ায় পানি নিশ্চিত করতে চাই তাহলে এই ড্রিপ ইরিগেশন সিস্টেম এর বিকল্প নেই বললেই চলে। টবের গাছ থেকে শুরু করে ভাটিক্যাল গাডেন এর জন্য এটি প্রযোজ্য। ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার এর ফলে গোড়ায় আগাছা জন্মানোর না। প্রতিটি গাছের গোড়ায় পানি নিশ্চিত সহ গাছের সুন্দর্য বজায় রাখে। গাছ পানির অভাবে মারা যায় না। পানির অপচয় হয় কম এবং খচর ও বাঁচে।
ছোট ঘাসের উপরে স্পিকালার ব্যবহার :
এটি একটি সুন্দর্য বর্ধক প্রযুক্তি। এটি ব্যবহার করে ৮-১০ ফিট দূরের ঘাসের মাঠে পানি নিশ্চিত করা যায়। এটি ঘুরেঘুরে পানি নিশ্চিত করে। এটি তার আসে পাশে ঘাসের উপরে বৃষ্টির মতো পানি দিতে পারে। যা ঘাসের জন্য একটা উপকারী সেচ প্রযুক্তি।
ভ্যাটিকান গাডেনে ড্রিপ ইরিগেশন এর উপকারিতা: ভ্যাটিকান গাডেনে সেচ প্রদান করতে কত সমস্যার মধ্যে পড়তে হয় তা সুধু এই গাডেনের পরিচর্চাকারিই জানবে। ঠিক এই সকল সমস্যা সমাধান করার জন্য আমরা ব্যবহার করছি ড্রিপ ইরিগেশন সিস্টেম। এটি ব্যবহার করলে কখনো গাছ উপরে থাকার কারনে পানি না পেয়ে মারা যাবে না। ফোঁটা ফোঁটা পানি নিশ্চিত করবে প্রতিটি গাছের গোড়ায়। এতে সময় শ্রম ২ টাই বেচে যায়। এই ড্রিপ সিস্টেম এমন একটি সিস্টেম যা আপনি ১ বার সেটআপ করে ফেললে তা ব্যবহার করতে পারবেন বছরের পর বছর।
এই ধরনের ইরিগেশনের ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হয় উচ্চতা এবং উপরের গাছে পানি পৌঁছে দেওয়া। কিন্তু ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ করলে প্রতি গাছের জন্য একটি করে ড্রিপার থাকায় পানি পৌঁছে যায় প্রতিটি গাছে। যা ১৬মিলি পাইপ এর সাথে সরাসরি যুক্ত থাকে।
উপসংহার:
আমাদের দৈনিক কাজের শেষ বাগানে পানির প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারি এই ইরিগেশন সিস্টেম। যা পানির প্রয়োজন মেটাতে সক্ষম প্রতিটি গাছের।