আপনার বাগানের গাছের সংখ্যা বেশি হওয়ার ফলে যদি পানি দিতে প্রচুর সময়ের প্রয়োজন হয় কিংবা সময়ের অভাবে ব্যস্ততার কারনে যদি প্রতিদিন বাগানে পানি সরবরাহ না করতে পারেন তাহলে আপনার বাগানের জন্য অটোমেটিক ড্রিপ সেচ একটি কার্যকরী সমাধা
• ড্রিপ সেচ কি?
ড্রিপ ইরিগেশন বা ফোঁটা ফোঁটা সেচ পদ্ধতি একটি ক্ষুদ্র সেচ পদ্ধতি। যার মুল লক্ষ্য হলো গাছের চাহিদা অনুযায়ী একই সময়ে নির্দিষ্ট পরিমাণ পানি প্রত্যেক গাছে সরবরাহ করা এবং পানির বাষ্পীভবন রোধ করে সরাসরি গাছের গোড়ায় পানি সরবরাহ করা।
• ছাদবাগানে ড্রিপ সেচ কিভাবে কাজ করে?
ড্রিপ সেচ পদ্ধতি হচ্ছে টিউব বা পাইপের মাধ্যমে সকল গাছে পানি সরবরাহ করার একটি নেটওয়ার্ক। ছাদের রিজার্ভ পানির ট্যাংকি থেকে পাইপের মাধ্যমে পানির লাইন নিয়ে প্রত্যেক গাছে একটি করে ড্রিপ লাইন সেট করা হয়।
বাগানে যখন পানি দেয়ার প্রয়োজন হয় তখন ভালব চালু করে দিলে একসাথে সকল গাছে পানি পৌঁছে যায়। আবার যদি অটোমেটিক টাইমার ব্যবহার করা হয় তাহলে টাইমারে আপনার সেট কৃত সময়ে অটোমেটিক ভালব চালু হয়ে যায় এবং সকল গাছে পানি সরবরাহ হয়।
![](https://dripirrigation.com.bd/wp-content/uploads/2022/03/2021-06-10-12-09-16-large.jpg)
![](https://dripirrigation.com.bd/wp-content/uploads/2022/03/2021-07-30-13-49-35-large.jpg)
![](https://dripirrigation.com.bd/wp-content/uploads/2022/03/2021-07-30-13-50-32-large.jpg)
![](https://dripirrigation.com.bd/wp-content/uploads/2022/03/2022-03-11-13-53-43-large.jpg)
![](https://dripirrigation.com.bd/wp-content/uploads/2022/03/2022-03-15-16-01-03-large.jpg)
• ছাদবাগানে ড্রিপ সেচ ব্যবহারের সুবিধা কি?
১। ড্রিপ সেচ ব্যবস্থা ব্যবহারের কারণ হচ্ছে পানির অপচয় রোধ করা। এই সেচ পদ্ধতি প্রায় ৭০% এর বেশি পানির অপচয় রোধ করে। পানির অপর নাম জীবন, দৈনন্দিন পানির অবাধ ব্যবহারে ভূগর্ভস্থ পানি ক্রমশ নিচের দিকে যাচ্ছে তাই কোনভাবেই পানির অপচয় করা ঠিক হবে না।
২। মূল্যবান সময় ও শ্রমের অপচয় রোধ করবে এই পদ্ধতি। বাগানে গাছের সংখ্যা বেশি হলে প্রতিদিন পানি দেয়ার জন্য ২-৩ ঘন্টা সময় ব্যয় করতে হয়। ফলে বাগানের অন্যান্য পরিচর্যা করার যথেষ্ট সময় পাওয়া যায় না। ড্রিপ সেচ ব্যবহার করে অনায়াসে আপনি এই সময়টুকু অন্য কাজে ব্যবহার করতে পারবেন।
৩। বাগানের সকল গাছের সুস্থ্যতা মানেই বাগানের পরিপূর্ণতা। ড্রিপ সেচের মাধ্যমে গাছের গোড়ায় বা শিকড়ের উপরিভাগে ড্রিপার দ্বারা ফোঁটা ফোঁটা পানি দীর্ঘ সময় ধরে সরবরাহ করা হয়।
ফলস্বরূপ পানির বাষ্পীভবন কমে যায় এবং শিকড় দীর্ঘ সময় ধরে গাছকে পুষ্টি উপাদান যোগান দেয়। গাছ নিয়মিত সঠিক মাত্রায় পুষ্টি উপাদান পেলে গাছের স্বাস্থ্য ভাল হয়, সঠিক সময়ে ফুল ও ফল পরিপুষ্ট হয়।
• ছাদবাগানে ড্রিপ সেচের প্রয়োজনীয়তা কেমন?
নগরীয় কৃষির আওতায় ছাদবাগান আমাদের পরিবেশ ও পারিবারিক চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। মূলত ছাদবাগানগুলোর গাছ জন্মানো হয় ড্রাম, টব বা পটে। স্বল্প মাটি থাকায় গাছ প্রাকৃতিক কোন খাদ্য উপাদান বা পানি পায় না।
তাই বাগান গড়ে তুলতে নিয়মিত পানি ও সার দিতে হয়। এজন্য ছাদবাগান কে অত্যন্ত পরিচর্যা করতে হয়। আর পরিচর্যা বিশেষ নিয়মিত সঠিক সময়ে সঠিক পরিমান পানি দিতে ড্রিপ সেচ একটি আদর্শ পদ্ধতি।
• বাগানে ড্রিপ সেচ পদ্ধতি সেটাপ করতে সাধারণত কি কি কিটস ব্যবহার হয়?https://youtu.be/qet4RtMdcG4
ড্রিপার বা ড্রিপ এমিটার, সাপোর্ট স্টান্ড, ফিডার টিউব, কানেক্টর, ল্যাটেরাল টিউব, এন্ড প্লাগ, ভালব, ফিল্টার, টাইমার ইত্যাদি।
• কিভাবে সেটাপ করতে হয়?
প্রথমে ল্যাটেরাল টিউব বাগানের গাছের সারি বা অবস্থান অনুযায়ী বিছিয়ে নিতে হবে। টিউব কাটতে ✂ কাঁচি ব্যবহার করা যেতে পারে। টিউবের লাইনের সাথে লাইন সংযুক্ত করতে বিভিন্ন টি ও এলবো কানেক্টর ব্যবহার করে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়।
টিউবের শেষ প্রান্তগুলো বন্ধ করতে এন্ড লক ব্যবহার করে বন্ধ করা হয়। পানির সোর্স (ট্যাপ, ট্যাংকি) থেকে পানির মুল লাইন বের করে সেখানে টাইমার ভালব সেটাপ করতে হয়। টাইমার ব্যবহার না করলে সরাসরি ট্যাপ কানেক্টর সংযোগ করা হয়।
ল্যাটেরাল টিউবের এক প্রান্ত ট্যাপ কানেক্টর বা টাইমার ভালবের সাথে সংযুক্ত করা হয়। সুবিধাজনক স্থানে ল্যাটেরাল টিউব কেটে ভালব সংযুক্ত করতে হয়।
টব বা ড্রামের উচ্চতা অনুযায়ী ফিডার টিউব কেটে নিতে হয়। টিউবের এক প্রান্তে ড্রিপ এমিটার বা ড্রিপার ও অন্য প্রান্তে কানেক্টর সংযুক্ত করতে হয়। গাছের অবস্থান অনুযায়ী সুবিধাজনক জায়গার ল্যাটেরাল টিউবকে ছিদ্র করে ফিডার টিউব এর কানেক্টর সংযুক্ত প্রান্তটি ভিতরে পুশ করতে হয়।
ফিডার টিউবের ড্রিপার সংযুক্ত প্রান্তটি গাছের গোড়ায় এনে সাপোর্ট স্টান্ডটি সংযুক্ত করে স্টান্ডটি মাটিতে ঢুকিয়ে দেয়া হয়। এরপর ভালব বা টাইমার চালু করে করে পানি দেয়া শুরু করা হয়।