বর্তমান সময়ে আমাদের ভুল ভ্রান্তি থেকে সমাধান খুজে বের করে কৃষির আধুনিকীকরণের দিকে এগিয়ে চলতে হবে। আমরা যদি আমাদের সেচ ব্যবস্থার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব সেই আধুনিকীকরণের অভাব যেন সেই পুরো বাংলাদেশ জুড়েই বিরাজমান। এই সমস্যার সমাধান নিয়ে আধুনিক সেচ ব্যাবস্থায় Drip Irrigation এবং Sprinkler Irrigation নিয়ে কাজ করে চলেছে Drip Irrigation BD Ltd. একদিকে DIBL আধুনিক সেচ ব্যাবস্থার জন্যে সরঞ্জাম সরবারহ করছে এবং একই সাথে আধুনিক সেচ সেবা প্রদানের পাশাপাশি কৃ্ষক কে উদ্ববুদ্ধ করছে sustainable agriculture এর দিকে।
তথাকথিত সেচ ব্যবস্থা আমাদের বাংলার কৃষিকে এত দিন এগিয়ে নিয়ে গেলেও তা অনেকাংশেই অসম্পূর্ণ কারণ
- সম্পূর্ণ সেচ সম্পন্ন করতে বেশি সময় লাগে
- কম ব্যয়বহুল মনে হলেউ দিনশেষে খরচ বেশি
- কম এফিশিয়েন্ট বা কর্মদক্ষতা কম
- জলের অপচয় হয়
- বেশি শ্রমিক প্রয়োজন
- বেশিরভাগ সময় পাম্প চালনার ফলে বিদ্যুৎ বিল বেশি
- দিন শেষে খরচ বেশি এবং ফলন কম।
- কম ফলন
- লাভ কম
এখন এই আধুনিকীকরণের সময়ে আমাদেরকেউ সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইচ্ছা করলেই ইন্টারনেট বা পরামর্শকের সহয়তাই আমদের জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত নিতে পারি। DIBL সেই জায়গাতেই কাজ করে চলছে। আধুনিক সেচের মধ্যে অন্যতম drip irrigation এবং sprinkler irrigation সেবা DIBL প্রদান করছে।
আমরা এখন জেনে নেই drip irrigation এবং sprinkler irrigation এর সুবিধা
- সম্পূর্ণ সেচ সম্পন্ন অনেক কম সময় লাগে
- এক কালীণ সেটাপ করচ বেশি হলেউ তা ৫ থেকে ১০ বছর পর্যন্ত সেবা দিতে সক্ষম
- এফিশিয়েন্ট বা কর্মদক্ষতা অনেক বেশি
- জলের অপচয় একদম হয়না
- সেচের জন্যে আলাদা শ্রমিকের প্রয়োজন নেই
- বেশিরভাগ সময় পাম্প চালনার প্রয়োজন নেই একবার ট্যাংক ফুল করলেই হয় ফলে বিদ্যুৎ বিল অনেক কম
- দিন শেষে খরচ কমএবং ফলন বেশি।
- উন্নত মানের ফসল
- লাভ বেশি
এই নিরলস সেবা দিতে অবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে team DIBL. আগামী দিন গুলোতে সেচের আধুনিকীকরণের মাধ্যমে সব সময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাবে Drip Irrigation BD Ltd.