ভূমিকা
অটোমেশন বলতে আমরা বুঝি যে কাজ কোন ধরেনের মানুষের সংস্পর্শ ছাড়া যান্ত্রিক ভাবে কিংবা কোন টেকনোলজির মাধ্যমে সংক্রিয় ভাবে কাজ করে থাকে তাকে অটোমেশন বলে থাকি । অটোমেশন কুলিং সিস্টেম হলো যার মাধ্যমে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকি ।
ঠিকানা
ব্র্যাক বুল ব্রিডিং স্টেশন মির্জাপুর, শেরপুর বগুড়া।
যোগাযোগ
প্রথমত ব্র্যাকের প্রতিনিধি হিসাবে কামরুল স্যার আমাদের সাথে যোগাযোগ করেন । উনি সার্চ করেন ফগিং নিয়ে কারা কাজ করেন । তারপর তিনি আমাদের ওয়েসাইটে গিয়ে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। যেহেতু এই প্রজেক্টটা ছিলো টেন্ডার বেসিক। আমরা টেন্ডার মাধ্যমে বাকী সবার সাথে বিট করে কাজটা পেয়ে যাই।
এড়িয়া
যে বুল শেডে আমরা কাজ করি সেটি 9000 Sqft এরিয়া ছিল । যা দুটি শেডে বিভক্ত । মাঝ দিক দিয়ে যাথায়াত
সু ব্যবস্থা রয়েছে।
প্রজেক্ট ভিজিট
প্রথমত আমরা আমাদের কাজের ধারাবাহিকতায় আমাদের প্রতিনিধি দল প্রজেক্ট ভিজিট করতে যায়। আমাদের প্রতিনিধি দল সেখানকার মেজারমেন্ট নিয়ে আসে । এরপর আমাদের ট্রিম মেম্বার কি ভাবে কাজ হবে তাদের সাথে আলোচনা করে সব কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রোডাক্ট ডেলিভারি
আমাদের যখন কাজটা কনফার্ম পেয়ে যাই তারা আমাদেরকে ওয়ার্ক অডার পাঠিয়ে দেয়।সেই ওয়ার্ক অডারের মধ্যে সকল নিয়ম কানুন ছিল । সেখানে আমাদের প্রোজেক্ট কবে থেকে শুরু করতে হবে এবং কবে শেষ করতে হবে। সেই ধারাবািকতায় আমাদের প্রোডাক্ট ডেলিভারি ডেট ছিলো ৩/১০/২০২৩। নিয়ম অনুযায়ী আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এবং পরবর্তী কাজ করে থাকি।
প্রোজেক্ট বিবরণ
আমাদের কাজকর্ম শুরু করি ৫/১০/২০২৩ তারিখ থেকে
যেহেতু আমাদের এই খানে কি ভাবে কাজ হবে আগে আমাদের প্ল্যানিং করা ছিলো । এই জন্য কাজ করতে গিয়ে তেমন কোন সমস্যার মধ্যে পড়তে হয় না । আসলে এখানে মোট দুইটা সিস্টেম আমাদের সেটাপ করা হয় । একটা ছিল ফগিং আর অন্য আরেকটা ছিল অটোমেশন কুলিং সিস্টেম । তাদের যেহেতু এখানে অনেক দামী গরু ছিল যে গুলো থেকে তারা সিমেন্স কালেকশন করে থাকে কিন্তু সেই গরুগুলোর জন্য সেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুব জরুরি ছিল ।
- আমরা প্লাম্বারের সাথে কথা বলে সব মেজারমেন্ট নিয়ে সবকিছু কিনে ফেলি এবং আমাদের ফগিং সিস্টেম তিন দিনের মধ্যে শেষ করে ফেলি ।
- আসলে এই খানে মোট ১২০ টা ফগিং ব্যবহার করা হয় । এখানে প্রতিটি গরুর জন্য দুইটি করে ফগিং সেট আমরা ব্যবহারকরি ।
- আমরা এইখানে টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করি দুইটা , ম্যাগনেটিক কন্ট্রাক্টর ,সেন্সার ব্যবহার হয় দুইটা, দুইটি ফিল্টার ,হেড লক,ডিজিটাল টাইমার ব্যবহার হয় ছয়টা ,দুইটি ১.৫ হর্স মটর ব্যবহার হয় ফগিং এর জন্য এবং ফগার সেট মোট একশতটা এছাড়া আরো অনেক ডিইবিএল ও ইলেকট্রিক্যাল পণ্য ব্যবহার করা হয় ।
- এর প্রধান কাজ হলো যখন শেডের তাপমাত্রা বেড়ে যাবে তখন অটোমেটিক শেডের দুই সাইটে থাকা দুইটি পাম্প চালু হবে । এর ফলে ফগিং এর মাধ্যমে কুয়াশার মত স্প্রে করে শেডের তাপমাত্রা কমিয়ে নিয়ে আসবে ।
উপসংহার
আমরা জানি বিদেশি গরু গুলো আমাদের দেশের তাপমাত্রা সাথে খুব সহজে মিলিয়ে নিতে পারে না । যদি এই অটোমেশন কুলিং সিস্টেমটা আমরা ব্যাবহার করতে পারি । সে ক্ষেথে একদিকে যেমন সেডের তাপমাত্রা কমে যাবে এর ফলে গরুর স্টকের প্রবনতা কমে যাবে অন্য দিকে গরুর দৌহিক বৃধিতে সাহায্য করবে ।